শিরোনাম

রেললাইনে ঢুকে চলন্ত ট্রেনের ইঞ্জিনে লরির ধাক্কা, চাপা পড়ে নিহত ১

  প্রতিনিধি 28 October 2025 , 9:18:42 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রেললাইনে ঢুকে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় একটি পণ্যবোঝাই লরি। এ সময় একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। লরিটির নিচে চাপা পড়ে নিহত হন এক ব্যক্তি। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলীর দিদার কলোনিতে। তিনি ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাইনচ্যুত হয়ে উল্টে পড়া ইঞ্জিন ও বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী ও কুমিল্লার লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

রেলের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয় ভোর ৪টায়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে।

গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলের কর্মকর্তারা। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:04 PM নিখোঁজের নাটক, ইমাম মুহিবুল্লাহর স্বীকারোক্তি 11:52 AM ভোটের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে 11:38 AM বিপুল সংখ্যক জামিন দেয়ায় ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি 11:21 AM ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি 10:57 AM প্রতিটি ভ্রমণই আমাকে নতুন কিছু শিখিয়েছে 10:42 AM তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে আপিল শুনানি 9:18 AM রেললাইনে ঢুকে চলন্ত ট্রেনের ইঞ্জিনে লরির ধাক্কা, চাপা পড়ে নিহত ১ 9:10 AM ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক 8:54 AM যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা 8:47 AM চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১