ক্যাপ্টেনস টিভি ডেস্ক 7 September 2025 , 1:58:54 প্রিন্ট সংস্করণ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী পরাজয়ের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন ইশিবা। রোববার (৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এর আগে, গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।
ইশিবা দাবি করেন, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।