• আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় ট্রাম্প, স্বাক্ষর করবেন থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি

      প্রতিনিধি 26 October 2025 , 11:30:51 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এয়ারফোর্স ওয়ানে করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    এসময় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা তাকে স্বাগত জানান নৃত্য ও ড্রামের তালে। এসময় ট্রাম্পকেও নাচতে দেখা যায়।

    এ সফরে ট্রাম্পের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ। পাশাপাশি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেয়ার কথা রয়েছে ট্রাম্পের। তা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।

    পথিমধ্যে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি ‘বড় শান্তিচুক্তি’ সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন।

    বিজ্ঞাপন

    এছাড়া মালয়েশিয়ার সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে ট্রাম্পের। এই সফরে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনার মাধ্যমে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটবে।

    মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।

    ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সময় শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন। ট্রাম্প আশা করছেন ১ নভেম্বরের আগে চীন একটি চুক্তিতে রাজি হবে অন্যথায় তিনি আরও ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

    ওয়াশিংটন ছাড়ার আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।

    বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন কিম জং উনও। সম্প্রতি তিনি জানান, অযৌক্তিকভাবে নিরস্ত্রীকরণের দাবি না তুললে তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে রাজি। এর আগে ২০১৯ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ায় প্রবেশ করে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিমের সঙ্গে করমর্দন করে ইতিহাস গড়েছিলেন ট্রাম্প।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:02 PM কুমিল্লা-৪ আসন: ‘নির্বাচন করতে পারবেন না, বিএনপি প্রার্থী মঞ্জুরুল’ 7:38 PM সুপ্রিম কোর্টে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: অফিস আদেশ 7:29 PM মুসাব্বির হত্যার ঘটনা: সারাদেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি 6:56 PM অত্যাবশ্যক তালিকায় নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ 6:53 PM নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে 6:35 PM সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়লো ৬৮৭ লাল কোরাল, বিক্রি ১০ লাখ টাকায় 6:24 PM ধর্মঘট প্রত্যাহার করেছে-এলপিজি ব্যবসায়ীরা 6:13 PM গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গোডাউনে আগুন 6:07 PM সুপ্রিম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি 5:13 PM যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ