প্রতিনিধি 25 October 2025 , 7:18:50 প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তার দল ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে’। শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন প্রতিশ্রুতি দেন।
এ ছাড়াও তিনি বলেন, ‘নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই’। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার আমূল পরিবর্তন জরুরি। তিনি শিক্ষাকে একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত’।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘পড়াশোনা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কুরআনের প্রথম আয়াত ‘ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক’ অর্থ হলো-‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ এই সময় তোমাদের আমার পরামর্শ-লিখতে শিখো, পড়তে শিখো’।
তারেক রহমান আরও বলেন, ‘বর্তমান যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যেখানে মেধাবিদের জন্য বিশ্বের দরজা উন্মুক্ত। প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মানের সঙ্গে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষায় দক্ষ হতে হবে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেকে দক্ষ করার জন্য একাগ্রতা ও একনিষ্ঠতার বিকল্প নেই। মেধা সহজাত হলেও বিকাশের জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন। সেই লক্ষ্য পূরণের জন্য বিএনপি ইতোমধ্যে ৩১ দফা পরিকল্পনা দিয়েছে।