প্রতিনিধি 23 October 2025 , 5:58:52 প্রিন্ট সংস্করণ

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে আছেন। একপ্রকার তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাকাপাকি বসবাস করছেন। তবে অভিনয় জগত ছাড়লেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তার ব্যক্তিগত জীবনের নানা বিশেষ মুহূর্তের খবর অভিনেত্রী মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি বোনের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন— শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।
স্বপ্নের রাজকন্যাকে শুভেচ্ছা জানালেও নিজের সাজেও ছিল রাজরানির আবহে। সেই ছবিগুলোতে তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।
ভালোবাসার ইমোজিজুড়ে অভিনেত্রী আরও লিখেছেন—তোমার জন্মদিনে আমার একটাই কামনা— যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।