• খেলা

    আন্তর্জাতিক টি-টোয়েন্টি: রেকর্ডে শীর্ষের কাছাকাছি বাংলাদেশ

      প্রতিনিধি 6 September 2025 , 5:13:45 প্রিন্ট সংস্করণ

    কাল শারজায় আরব আমিরাতের বিপক্ষে জিতেছে আফগানিস্তান।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শারজায় গতকাল ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিল আরব আমিরাতের। আফগান পেসার ফরিদ আহমেদ শেষ ওভারে ১২ রানে ১ উইকেট নিয়ে দলের ৪ রানের জয় নিশ্চিত করেন। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭০ রান তুলেছিল আফগানিস্তান। অন্যদিকে, ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৬ রানে থামে আরব আমিরাতের ইনিংস। এ জয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতল আফগানিস্তান।

    প্রথম দলটি বাংলাদেশ। শুধু প্রথম নয়, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও বাংলাদেশের।

    মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪টি টি–টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান জিতল ২০টি টি–টোয়েন্টি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতেছে শুধু বাংলাদেশ ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭ জয়ে তিনে পাকিস্তান। চারেও পাকিস্তানই—লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ ম্যাচ জিতেছে তারা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৪ জয় নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা।

    বিজ্ঞাপন

    তবে আফগানিস্তান একটি জায়গায় আলাদা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম দল হিসেবে বিদেশের ভেন্যুতে ২০ ম্যাচ জিতল তারা।

    শারজায় খেলা ২৯টি টি–টোয়েন্টির মধ্যে ৯টিতে হেরেছে আফগানিস্তান, জিতেছে ২০টি। ঘরের মাঠ শেরেবাংলা স্টেডিয়ামে ৪৮টি টি–টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ২৪ ম্যাচ, হেরেছেও ২৪ ম্যাচই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান ৩২টি টি–টোয়েন্টি খেলে ১৭ জয় পেয়েছে, হার ১৪টি, টাই হয়েছে ১ ম্যাচ। গাদ্দাফিতে ২৬ ম্যাচে ১৬ জয়ের পাশাপাশি ১০ ম্যাচ হেরেছে পাকিস্তান।

    সব মিলিয়ে হিসাব করলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড উগান্ডার। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ ম্যাচে ৩৫ জয় পেয়েছে আফ্রিকার দলটি। ২ ম্যাচ হেরেছে ও ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।বাংলাদেশের অবস্থান এরপরই।

    গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ৩৮ ম্যাচে ২২ জয় নিয়ে তিনে তানজানিয়া। ১৩ ম্যাচে হার ও ৩টি ম্যাচ পরিত্যক্ত হয় তানজানিয়ার। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি–টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। ২১ ম্যাচে হারের পাশাপাশি ১টি টাই এবং অন্য ম্যাচটি পরিত্যক্ত হয় ইন্দোনেশিয়ার। পাঁচে আফগানিস্তান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ