অর্থনীতি

প্রতিভা যাচাইয়ে ‘মার্কস অলরাউন্ডার’ আঞ্চলিক পর্ব শুরু

  প্রতিনিধি 6 September 2025 , 5:29:44 প্রিন্ট সংস্করণ

- ‘মার্কস অলরাউন্ডার’ আঞ্চলিক পর্বে অংশগহণকারী শিক্ষার্থীরা। ছবি; সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বাংলাদেশে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ আবারও শুরু হয়েছে। দেশের সব স্কুল-কলেজের (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। প্রথম ভেন্যু নির্ধারণ করা হয়েছে সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ। পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ প্রতিযোগিতা-আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায় মিলিয়ে তিন ধাপে অনুষ্ঠিত হবে। আর তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ভিন্ন বিষয়ে অংশ নেবে শিক্ষার্থীরা। যার মধ্যে রয়েছে-জুনিয়র স্কুল (প্লে–৪র্থ): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। মিডল স্কুল (৫ম–৮ম): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং হাই স্কুল ও কলেজ (৯ম–১২শ): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।

প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট এক কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ প্রত্যেকে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি অর্জন করবে।

এছাড়া তিনটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে সর্বমোট ৫৪ জন পারফর্মারকে দেয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে কম্পিউটার।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ