• বিনোদন

    চিত্রনায়ক ফেরদৌসের পরিবর্তে নতুন শিল্পী

      প্রতিনিধি 21 October 2025 , 4:26:39 প্রিন্ট সংস্করণ

    ফেরদৌস আহমেদ
    ফেরদৌস আহমেদ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নির্মাতা আরিফুর জামান আরিফের পরিচালনায় ২০১৮ সালে শুরু হয়েছিল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। গত সাত বছর বিভিন্ন সময় নানা বাধা ও অনিশ্চয়তার পর ফের নতুন উদ্যোগে শুরু হতে যাচ্ছে এর শুটিং। এবার সিনেমাটিতে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর থাকছেন না বলে জানালেন নির্মাতা।

    কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার গল্পে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ছাড়াও তার সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি দেখা যাবে। শুরুতে দেবদাসের ভূমিকায় অভিনয় করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস, আর পার্বতীর চরিত্রে ছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তারা দু’জনই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জটিলতার জন্য আর এগোয়নি এর কাজ।

    বিজ্ঞাপন

    এরপর রাজনীতিতে ফেরদৌস ব্যস্ত হয়ে পড়ার কারণে সিনেমায় অভিনয় থেকে স্বাভাবিকভাবেই দূরে ছিলেন তিনি। কয়েকবার শিডিউলও চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তা মিলেনি। আর এ নায়কের অপেক্ষায় থাকার পর এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা আরিফ।

    এ ব্যাপারে তিনি বলেন, ফেরদৌস ভাই দীর্ঘদিন হয় সিনেমায় কাজ করছেন না। তার সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু কোনোভাবে যোগাযোগ সম্ভব হয়নি। এ কারণে তার পরিবর্তে নতুন শিল্পী নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

    নির্মাতা আরিফ বলেন, চিত্রনায়িকা পপির সঙ্গে দেরিতেও হলেও যোগাযোগ সম্ভব হয়েছে। তাকে সিনেমাটিতে রাখার চেষ্টা চলছে। কিন্তু তিনি সময় দিতে পারবেন কিনা, সেটি এখনও জানি না। তবে ফেরদৌসকে ছাড়া নতুন করে কাজ গুছিয়ে নেয়ার জন্য সব প্রস্তুতি চলছে।

    সবশেষ এ নির্মাতা বলেন, বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র বাকি অংশের শুটিং শুরু হবে। এটি নিয়ে অনেক আশাবাদি আমরা। অনেক আশা নিয়েই শুরু করেছিলাম। কিন্তু ঠিকঠাকভাবে করতে পারিনি। তবে আশা করছি, নতুন আয়োজনে আমরা সুন্দর ও ভালোভাবেই কাজটি শেষ করতে পারব।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 10:08 PM গুলশানে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক