অপরাধ

জোবায়েদকে হত্যার পরিকল্পনা এক মাস আগেই করা হয়: পুলিশ

  প্রতিনিধি 21 October 2025 , 4:15:39 প্রিন্ট সংস্করণ

ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা নিয়ে পুলিশের প্রেস ব্রিফিংয়। ছবি: ডিএমপি মিডিয়া সেন্টার।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যা বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। পুলিশ বলেছে, এক মাস আগে জোবায়েদকে (২৫) হত্যার পরিকল্পনা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এদিকে জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মঙ্গলবার বেলা ১১টার দিকে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন, বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তারা হলেন মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৮) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, পড়াতে গিয়ে জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বর্ষার সঙ্গে আগে থেকেই মাহির রহমানের প্রেমের সম্পর্ক ছিল। এটা মূলত ত্রিভুজ প্রেমের গল্প। মাহিরের সঙ্গে বর্ষার দেড় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে বংশাল থানার ওসি জানান, তাদের ছিল ৯ বছরের প্রেমের সম্পর্ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাহিরকে বর্ষা বলেছেন যে জোবায়েদকে না সরালে তিনি মাহিরের হতে পারবেন না। এরপর জোবায়েদকে হত্যার পরিকল্পনা করা হয়। গ্রেপ্তার ২ আসামি মাহির-বর্ষাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানা গেছে। ব্রিফিংয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান, লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি, অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল কবীর তরফদার উপস্থিত ছিলেন।

পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের দিন বিকেল ৪ টায় জোবায়েদ পড়াতে আসবেন এই তথ্য মাহিরকে জানায় বর্ষা। এই তথ্য জানার পর মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে আগে থেকেই বাসার নিচের গলিতে অবস্থান নেয়। জোবায়েদ বাসার নিচে এসে পৌঁছালে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় মাহির বর্ষাকে ছেড়ে দিতে বললে জোবায়েদ অস্বীকৃতি জানায়। একপর্যায়ে মাহির জোবায়েদের গলায় চাকু দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন ব্রিফিংয়ে বলেন, বাসার নিচে ছুরি দিয়ে আঘাতের পর জোবায়েদ বাঁচার জন্য সিঁড়ি দিয়ে ওপরে ওঠে আসে। বেশ কয়েকটি বাসার দরজায় তিনি নক করেন। কেউ খোলেননি। তৃতীয় তলায় এসে তিনি বর্ষার কাছে বাঁচার আকুতি জানান। তবে বর্ষা তাকে সাহায্য করেননি।

অপরদিকে, মাহিরের মা ছেলেকে থানায় দিয়েছেন এমন তথ্য ঠিক কিনা প্রশ্নের জবাবে এস এন নজরুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তারের কৌশল হিসেবে তারা মাহিরের পরিবারকে চাপ দেন। তিনি বলেন, উনারা নিজে থেকেই হস্তান্তর করেছেন বিষয়টি এ রকম নয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ