• লাইফস্টাইল

    অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’

      প্রতিনিধি 20 October 2025 , 1:17:35 প্রিন্ট সংস্করণ

    সংবাদ সম্মেলনে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ এর আয়োজক বৃন্দ।
    সংবাদ সম্মেলনে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ এর আয়োজক বৃন্দ।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকায় আবারও বসতে যাচ্ছে নীরোগতার উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’। আগামী ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর তিন দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে গুলশান দুইয়ের, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে।

    এনিয়ে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত এখানে মানুষ একত্র হবে শরীর, মন ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনতে।

    ‘হিলিং ইজ বেটার, টুগেদার’— এই অনুপ্রেরণামূলক ভাবনা থেকেই ‘ফ্লো ফেস্টে’র জন্ম। করোনা-ভাইরাস মহামারীর পরবর্তী সময়ে যখন সমাজ নতুন করে সংযোগ ও আশার সন্ধান করছে, তখন এই উৎসবের লক্ষ্য হচ্ছে একসঙ্গে সুস্থতার পথে এগিয়ে যাওয়া।

    পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব সাজানো হয়েছে পাঁচটি বিশেষ ভাগে—

    ফিটনেস প্যাভিলিয়ন পাওয়ার্ড বাই তুরাগ অ্যাকটিভ। মেডিটেইশন গার্ডেন পাওয়ার্ড বাই সাতরি। আর্ট ও সোল জোন, দ্য প্লে-গ্রাউন্ড এবং অ্যাম্ফিথিয়েটার।

    প্রতিটি বিভাগেই থাকবে অনন্য অভিজ্ঞতা ও অংশগ্রহণমূলক কার্যক্রম।

    বিজ্ঞাপন

    তিন দিনের এই উৎসবে থাকছে যোগব্যায়াম ও ‘ব্রেথওয়ার্ক’ সেশন, সাউন্ড হিলিং ও মেডিটেইশন ক্লাস, যুব শিল্প কর্মশালা, প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা, বই প্রকাশনা ও ফ্যাশন মুহূর্ত, মার্শাল আর্টস ট্রেনিং, এবং সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।

    এছাড়া থাকছে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা, নারীনেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্যানেল আলোচনা, এবং ‘আপনার নিরাময় লাভের গল্পটি বলুন’- যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সুস্থতার গল্প বলবেন।

    ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর বলেন, “আমরা চাই ফ্লো ফেস্ট হয়ে উঠুক এমন একটি আশ্রয় যেখানে মানুষ সৃজনশীলতা, সহানুভূতি ও সচেতনতার মাধ্যমে নিজেদের এবং সমাজকে নিরাময় করবে। যখন সৃজনশীলতা ও করুণা এক হয়, তখনই সুস্থতা সংক্রামক হয়ে ওঠে।”

    উৎসবটি শিক্ষার্থী, পরিবার ও পেশাজীবীদের জন্য সমানভাবে উন্মুক্ত। এখানে অংশ নিয়ে শেখা যাবে- কীভাবে দৈনন্দিন জীবনে ভারসাম্য, ইতিবাচকতা ও আত্মশক্তি ফিরিয়ে আনা যায় — ঘরে, কর্মস্থলে এবং সমাজে।

    সবার জন্য উন্মুক্ত এই উৎসবে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেইশন করা যাবে এই লিংক থেকে eventure.services/e/The-Flow-Fest-Dhaka-2025-685a6492b5679d50defb0a6f

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:35 PM মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে, কমতে পারে ফোনের দাম 1:18 PM চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু 1:04 PM মোবাইলে কোনো শিশুর অশ্লীল ছবি তুললেই তথ্য যাবে সিআইডির কাছে 12:27 PM আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা 12:17 PM রিয়ালের নতুন কোচ আরবেলোয়া 12:06 PM গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান 12:05 PM নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা 11:58 AM জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা