• অপরাধ

    জবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় দুইজন শনাক্ত, গ্রেপ্তারে চলছে অভিযান

      প্রতিনিধি 19 October 2025 , 11:24:20 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পুরান ঢাকার আরমানিটোলাতে পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জুবায়েদ আহামেদের হত্যার ঘটনায় দুজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

    রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানান লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

    তিনি বলেন, আমরা প্রাথমিক অবস্থায় দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য এরইমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে।

    ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি ভবনের সবাইকে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য তুলে আনতে সক্ষম হবো।

    বিজ্ঞাপন

    এদিকে একটি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, বিকেল ৪টা ৩৯ মিনিটে বংশালের নূরবক্স সড়কের মাথা থেকে কালো টি-শার্ট পরিহিত কাঁধে কালো ব্যাগ ও লাল টি-শার্ট পরিহিত দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।

    এর আগে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিটায় টিউশনির জন্য এলে বাসার নিচে ছুরিকাঘাতে করা হয় জুবায়েদ। সেখান থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপড়ে ওঠার চেষ্টা করলে তিন তলাতে পড়ে যান তিনি এবং সেখানেই মৃত্যু হয় তার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:53 PM করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর 3:36 PM ২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান 3:19 PM আসন্ন নির্বাচনে সর্বোচ্চসংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন 2:54 PM আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের নায়েবে আমিরের 2:50 PM ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ভারতের কলকাতায় 2:41 PM জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে রাকিব 2:04 PM ‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি 2:01 PM দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : রাধিকা 1:04 PM লিটন সহ ২ জনের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় কোম্পানী ‘এসজি’ 12:21 PM নির্বাচন পর্যবেক্ষণে ৩০ দেশকে আমন্ত্রণ