• খেলা

    ভারতকে ধরাশায়ী করে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

      প্রতিনিধি 19 October 2025 , 6:07:29 প্রিন্ট সংস্করণ

    ভারতকে গুঁড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
    ভারতকে গুঁড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং সব বিভাগে দুর্দান্ত অজিরা সফরকারীদের রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে।

    অস্ট্রেলিয়া সফরের জন্য ৮ মাস পর দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দলে ফেরায় ভারত। তবে লম্বা সময় ফেরাটা তাদের একদমই সুখকর হয়নি। কোহলি ব্যর্থ হয়েছেন রানের খাতা খুলতে। রোহিত পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

    টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তাই বড় সংগ্রহও পায়নি ভারত। কয়েক দফা বৃষ্টির হানায় ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতির ম্যাচে ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান তোলে অতিথিরা। ডিএলএসে মেথডে অজিদের লক্ষ্য দাঁড়ায় ১৩১। মিচেল মার্শ-জশ ফিলিপের দারুণ ব্যাটিংয়ে ২৯ বাল বাকি থাকতে ৭ উইকেটে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

    দুই চারে ইনিংস শুরু করলেও দ্বিতীয় ওভারে ফেরেন ওপনোর ট্রাভিস হেড (৮)। আরেক ওপেনার মার্শ ছিলেন সাবলীল। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অজিরা। ১৭ বলে ৮ রানে আউট হন ম্যাথু শর্ট।

    বিজ্ঞাপন

    তৃতীয় উইকেটে মার্শ-ফিলিপের ৫৫ রানের জুটিতে জয়টা শুধু কেবল সময়ের অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার। দলীয় ৯৯ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হন ফিলিপ। আউট হওয়ার আগে ২৯ বলে ৩৭ রান আসে এই উইকেটরক্ষকের ব্যাট থেকে।

    বাকি কাজ ম্যাট রেনশোকে নিয়ে সারেন মার্শ। ২১ রানে অপরাজিত থাকেন রেনশো। তিন ছক্কা ও দুই চারে ৫২ বলে ৪৬ রান করে জয় নিয়ে ড্রেসিংরুমে যান মার্শ। ২১.১ ওভারে লক্ষ্য তাড়া করে অজিরা।

    তার আগে মিচেল স্টার্ক-জশ হ্যাজলেউডদের তোপেরমুখে দিশোহারা হয়ে ওঠে ভারতের ব্যাটিং অর্ডার। ৪৫ রানে হারায় তারা ৪ উইকেট। কোহলি ০, রোহিত ফেরেন ৮ রানে। সাবেক দুই অধিনায়কের সঙ্গে নতুন ওয়ানডে কাপ্তান শুভমান গিলের নেতৃত্বের অধ্যায়ের শুরুটাও ভালো হয়নি। নাথান এলিসের বলে ফেরেন ১০ রানে।

    মিডল অর্ডারে অক্ষর প্যাটেলের ৩১ ও লোকেশ রাহুলের ৩৮ রানের কল্যাণে ১০০ পেরোয় ভারত। মিচেল ওয়েন ও ম্যাথু কুনেম্যান সফরকারীদের দ্রুত লেজ গুটিয়ে দেন। কয়েক দফা বৃষ্টির পর ২৬ ওভারে খেলা নির্ধারণ হয়। আর ৯ উইকেটে ১৩৬ রান স্কোরে জমা করে ভারত। দুটি করে উইকেট নিয়েছেন কুনেম্যান, ওয়েন ও হ্যাজলেউড। ম্যাচসেরা হয়েছেন মার্শ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:11 PM জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল 11:43 AM বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত 11:39 AM সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন 11:17 AM বাংলাদেশ অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত 11:15 AM ইসিতে শুরু দ্বিতীয় দিনের আপিল শুনানি 10:37 AM পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি 10:35 AM সিরিয়ায় বড় আকারের অভিযান চালাল মার্কিন বিমান বাহিনী 10:32 AM জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ 8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি