রাজনীতি

‘জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য আংশিক কাট করেছে এনসিপি’

  প্রতিনিধি 19 October 2025 , 5:12:06 প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুক্রবার ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে দেয়া তার বক্তব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আংশিক কাট করেছে। রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে ও ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছিল। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, যা আমরা সমর্থন করেছি। আমি স্পষ্টভাবে বলেছি-ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে কোনো প্রকৃত জুলাই যোদ্ধা বা অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত থাকতে পারে না। অথচ আমার বক্তব্যের শেষ অংশটি কেটে উপস্থাপন করা হয়েছে’।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে এনসিপি আংশিক অংশ কেটে তা উদ্ধৃত করেছে। আমি প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে তাদের কেউ ভুলভাবে অভিযুক্ত না করে’।

সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘বিষয়গুলো তদন্তাধীন। তবে কিছু ঘটনা একইসূত্রে গাঁথা হতে পারে-দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা এতে জড়িত থাকতে পারে’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ