খেলা

বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

  প্রতিনিধি 17 October 2025 , 12:44:41 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিশাখাপট্টনমে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশ দল আগেই বুঝেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা কঠিন হবে। তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মারুফা আক্তার ও নাহিদা আক্তারকে বিশ্রামে রাখে দলটি, যদিও চোট এড়াতেই ছিল এই সিদ্ধান্ত।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সোবহানা মোস্তারি, যিনি ৮০ বলে অপরাজিত ৬৬ রান করেন। ইনিংসে তিনি দুইবার জীবন পান। ফিফটি করেন আগের ম্যাচেও, ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ওপেনার রুবাইয়া হায়দার ৫৯ বলে ৪৪ রান করেন, তিনিও পান দুইবার জীবন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস না হলে বাংলাদেশের রান আরও কম হতো। দলের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া নারী দল মাত্র ২৪.৫ ওভারেই ম্যাচ জিতে নেয়। দুই ওপেনার এলিসা হিলি ও ফিবি লিচফিল্ড অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হিলি খেলেন ৭৭ বলে ১১৩ রান (২০ চার), আর লিচফিল্ড করেন ৭২ বলে অপরাজিত ৮৪ রান।

বাংলাদেশের হয়ে কেউই উইকেট নিতে পারেননি। এক পর্যায়ে হিলির সহজ ক্যাচ ফেলে দেন ফারজানা হক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এই জয়ের ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া নারী দলের।

স্কোরকার্ড
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (সোবহানা ৬৬, রুবাইয়া ৪৪, শারমিন ১৯; কিং ২/১৮, ওয়ারহাম ২/২২, সাদারল্যান্ড ২/৪১, গার্ডনার ২/৪৮)। অস্ট্রেলিয়া: ২৪.৫ ওভারে ২০২/০ (হিলি ১১৩, লিচফিল্ড ৮৪*)।
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আলানা কিং

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ