খেলা

হংকং-চায়নার বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ

  প্রতিনিধি 14 October 2025 , 8:27:12 প্রিন্ট সংস্করণ

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে মুখোমুখি হয় হংকং ও বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

হংকংয়ের ‘কাই তাক স্টেডিয়ামে’ অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় হংকং ও বাংলাদেশ। নির্ধারত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর, দ্বিতীয়ার্ধে রাকিবের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

এদিন ম্যাচের ৮৩ মিনিটে বাঁ পাশ থেকে ফাহিমের দারুণ ক্রসে হেড করেন ফাহমিদুল, বল নামালেন হংকংয়ের বক্সে। যেখানে বল পেলেন রাকিব, তার শট ঠেকাতে পারলেন না হংকং গোলকিপার। এর মাধ্যমেই সমতায় ফেরে বাংলাদেশ। এর আগে খেলার ৩৬তম মিনিটে ডেডলক ভাঙে। কাজী তারিক রায়হান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বড় পাকিয়ে বক্সেই ফাউল করে বসলেন। পরে পেনাল্টি থেকেই এগিয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ম্যাট অর গোল করলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার দল।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচের সমালোচনার পর এই ম্যাচে কোচ একাদশে এনেছেন তিনটি পরিবর্তন। শুরুর একাদশে ফিরেছেন জায়ান আহমেদ, শমিত সোম ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। রক্ষণভাগে দৃঢ়তা বজায় রাখার লক্ষ্যেই এই ছক সাজান কাবরেরা। শুরুতেও তা সফল মনে হচ্ছিল-হংকং কয়েক দফা আক্রমণে গেলেও গোলরক্ষক মিতুল মারমাকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

২২তম মিনিটে সুযোগ এসেছিল বাংলাদেশের। মাঝমাঠ থেকে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিলেন শোমিত সোম, কিন্তু পেছন থেকে জার্সি টেনে ফেলে দেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে হামজার শট রক্ষণ দেয়ালে লেগে বাইরে চলে যায়।

কিন্তু ৩৬তম মিনিটেই বিপদ ডেকে আনেন কাজী তারিক। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে পা জড়িয়ে ফেলেন, তাড়াহুড়ো করে বল কেড়ে নেয়ার চেষ্টায় বক্সের ভেতর ফাউল করে বসেন ফেরনান্দো পেরেইরার ওপর। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিতুলকে ভুল পথে পাঠিয়ে গোল করেন ম্যাট অর, এগিয়ে যায় হংকং চায়না। তবে ৪৪তম মিনিটে ব্যবধান বাড়ার শঙ্কা তৈরি হয়েছিল। এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে নাটকীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে দলটি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ