খেলা

বাংলাদেশ-হংকং ম্যাচ টিভিতে নয়, অনলাইনে দেখতে পাবেন

  প্রতিনিধি 14 October 2025 , 3:54:51 প্রিন্ট সংস্করণ

হংকং চায়নার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
হংকং চায়নার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ফিরতি লেগের ম্যাচ আজ (মঙ্গলবার) মাঠে গড়াচ্ছে। হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ঘরের মাঠে হারের পর এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামবে হাভিয়ের কাবরেরার দল। আজ জিততে না পারলে এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্নের সমাধি ঘটবে।

গত ৯ অক্টোবর ঢাকায় প্রথম লেগের ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই, কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমানো ছাড়া কিছুই করার ছিল না। ঢাকার ম্যাচে গ্যালারিতে হংকংয়ের শতাধিক সমর্থক দেখা গেলেও এবার বাংলাদেশ থেকে খুব কম দর্শকই সেখানে যেতে পেরেছেন।

বিজ্ঞাপন

তবে হংকং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির আশা করা হচ্ছে। ৫০ হাজার আসনের টিকিট মাত্র দেড় ঘণ্টায় বিক্রি শেষ করেছে কাই তাক স্টেডিয়াম। যার প্রায় সব টিকিটই হংকংয়ের নাগরিকরা কিনেছেন বলে ধারণা করা হয়েছে। তাতে খেলা দেখতে দেশের মানুষের ভরসা কেবলই ডিজিটাল মাধ্যম।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে, না হলে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে। হংকংয়ে মাঠে ম্যাচ, মোবাইল বা স্ক্রিনে চোখ—বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জয়ের খোঁজেই থাকছে হামজারা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি