...
  • বিনোদন

    ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

      প্রতিনিধি 12 October 2025 , 6:39:39 প্রিন্ট সংস্করণ

    হানিয়া আমির
    হানিয়া আমির
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে জিতে নিলেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

    জমকালো ‘দশম হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

    পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

    বিজ্ঞাপন

    এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

    তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।

    উল্লেখ্য, ‘হাম অ্যাওয়ার্ডস’ পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। হানিয়া আমির তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার সাম্প্রতিক এই সম্মাননা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:35 AM আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো ও তার স্ত্রী 12:17 AM জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিল চেয়ে রিট 10:51 PM রাউজানে যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা 10:44 PM চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স 9:54 PM দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল 9:51 PM প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি 7:00 PM সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর 6:46 PM বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ 6:41 PM ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ 6:06 PM ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.