আন্তর্জাতিক

ওবামা কিছু না করে নোবেল পেয়েছে, আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি : ট্রাম্প

  প্রতিনিধি 10 October 2025 , 2:32:09 প্রিন্ট সংস্করণ

ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা: ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা: ফাইল ছবি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

আজ শুক্রবার (১০ অক্টোবর) শান্তি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরেই এ পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প। আর নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বব্যাপী তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। এ কারণে তার নোবেল পাওয়া উচিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে তার নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

২০০৯ সালে বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। যা অনেককে ওাই সময় অবাক করেছিল।

এদিকে ট্রাম্পকে পাকিস্তান, ইসরায়েল, আজারবাইজানসহ অনেক দেশ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। তবে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাচ্ছেন কি না তা জানা যাবে আর এক ঘণ্টা পরই।

Share

বিজ্ঞাপন

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি