• আন্তর্জাতিক

    স্পেনের পার্লামেন্টে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ

      প্রতিনিধি 9 October 2025 , 4:43:15 প্রিন্ট সংস্করণ

    ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন
    ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে পাশ হলো ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন। বুধবার (৮ অক্টোবর) এ সিদ্ধান্তে আসেন স্পেনের আইনপ্রণেতারা। সংসদে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট পড়ে ১৭৮ টি আর বিপক্ষে ১৬৯ টি।

    বিজ্ঞাপন

    এই পদক্ষেপের মধ্য দিয়ে ২০২৩ সাল থেকে কার্যত অস্ত্র নিষেধাজ্ঞাটি আইনি রূপ দিলো দেশটি। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলী অভিযানের বরাবরই তীব্র সমালোচনা করে আসছিলেন স্পেনিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের উপর চাপ বাড়াতে এই আইনি নিষেধাজ্ঞা। শুধু অস্ত্রই নয়, ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান- জাহাজ আর স্পেনের বন্দর ও আকশসীমায়ও।

    এর আগে, গত ২৩ সেপ্টেম্বর গাজা উপত্যকায় ‘গণহত্যা ঠেকাতে’ দখলদার ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দেয় দেশটি।

    নিষেধাজ্ঞার আওতায় স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি পাঠাবে না ইসরায়েলে। এছাড়া স্পেনও এ ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। আর সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দেয়া হবে। সেইসাথে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দেয় স্পেন সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:47 PM অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের 10:43 PM অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা 7:30 PM ওসমান হাদি হত্যা: বিচার করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলন 7:26 PM জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল 7:12 PM ড. কামাল হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণফোরাম 7:00 PM জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি 6:51 PM বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সুপারভিশন, রোববার থেকে কার্যকর 6:43 PM ইউটিউব চ্যানেলে নাজনীন নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ 6:27 PM সিনিয়র এক্সিকিউটিভ পদে মেঘনা গ্রুপে নিয়োগ 6:17 PM কাপ্তানবাজারে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক