প্রতিনিধি 9 October 2025 , 1:49:38 প্রিন্ট সংস্করণ

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। এই দুই তারকার প্রেমকাহিনি যেন সিনেমার গল্পের মতোই। কিন্তু সাইফের ভাষায়, সবটা কিন্তু এত সহজ ছিল না।
সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত টক শো ‘টু মাচ’-এ হাজির হয়ে কারিনার সঙ্গে প্রেমের শুরুর দিনগুলোর গল্প বলেছেন সাইফ।
তিনি বলেন, “লাদাখে আমরা তখন ‘তাশন’ সিনেমার শুটিং করছিলাম। প্রতিদিন হাঁটতে বের হতাম, আর কারিনা নানা প্রশ্ন করত। তখন মনে হতো যেন পরীক্ষা চলছে-একটা টেস্ট আর ইন্টারভিউ একসঙ্গে! খুব পুরোনো দিনের মতো লেগেছিল।”
সাইফের কথার মাঝেই অক্ষয় কুমার বলেন, ‘স্ত্রী টুইঙ্কেল আর আমি একেবারে বিপরীত স্বভাবের। সে আগুন, আমি পানি।’

অক্ষয়ের কথা ধরে সাইফ হেসে বলেন, “এই বিষয়টা বাবা-মাকে (মুনসুর আলি খান ও শর্মিলা ঠাকুর) মনে করে দেয়। কারণ, বাবা একবার বলেছিলেন, ‘যখন মা বকাবকি করত, তখন তিনি চুপ করে থাকতেন। ভেতরে ভেতরে ভাবতেন, আমি এখন ক্রিকেট খেলছি।’ এতে মনোযোগ অন্যদিকে চলে যেত, ঝামেলা কমত!”

শেষ পর্যন্ত কারিনার সেই ‘ইন্টারভিউ’ পাস করেছিলেন সাইফ। তাদের প্রেমের সূচনা সেখান থেকেই। পরে ২০১২ সালে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় তাদের সম্পর্ক। যদিও তাদের বিয়ে নিয়ে ধর্মভিত্তিক সমালোচনা উঠেছিল।
এ বিষয়ে সাইফের বোন সোহা আলি খান সম্প্রতি বলেন, ‘এমন বিয়েতে অনেক সমালোচনা হবে, অনেক অদ্ভুত কথা বলা হবে। তোমরা আমাদের একজনকে নিলে, আমরাও একজন নেব- এমন কথাও শোনা গেছে। কিন্তু আমরা জানতাম, এসব পেরিয়েই এগোতে হবে।’
বর্তমানে সাইফ ও কারিনা সুখী দম্পতি হিসেবে ১৩ বছর পার করছেন। তাদের দুই ছেলে তৈমুর ও জেহ বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিডদের মধ্যে অন্যতম।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।