খেলা

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে তাবিথ আউয়াল

  প্রতিনিধি 8 October 2025 , 5:33:46 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকে ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো কমিটিতে এবারই প্রথম জায়গা পেয়েছেন তাবিথ।

অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কমিটি ফর উইমেন্স ফুটবল চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণকে ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে। উভয় কমিটির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন।

তাবিথ আউয়ালের কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান হিসেবে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। কমিটিতে তাবিথ আউয়ালের পাশাপাশি বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে কিরণ ছাড়াও ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, ল্যাটভিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা আছেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ