আন্তর্জাতিক

সৌদিতে সব ধরনের ভিসাধারী এখন ওমরাহ করতে পারবেন

  প্রতিনিধি 8 October 2025 , 2:03:12 প্রিন্ট সংস্করণ

ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি
ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে, এবার থেকে ব্যক্তিগত, পারিবারিক, ট্যুরিস্ট, ট্রানজিট এবং কর্মসংস্থানসহ সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। অর্থাৎ বিশ্বের যে কোনো মুসলিম যাত্রীর জন্য পবিত্র ওমরাহ অভিজ্ঞতা আরও সহজ এবং সাশ্রয়ী হয়ে উঠেছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ওমরাহ প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও সুবিধাজনক করা। এটি সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ধর্মীয় পর্যটনকে আরও সম্প্রসারণের উদ্যোগের সঙ্গে সংযুক্ত।

বিজ্ঞাপন

এছাড়া, মন্ত্রণালয় জানিয়েছে নতুন করে চালু করা হয়েছে ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যাত্রীরা সরাসরি ওমরাহ প্যাকেজ নির্বাচন করতে পারবেন, অনুমতি সংগ্রহ করতে পারবেন এবং ভ্রমণের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই, ঘরে বসে ডিজিটালভাবে ওমরাহ পরিচালনা করতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সব ব্যবস্থার লক্ষ্য হলো মুসলিমদের জন্য পবিত্র দুই মসজিদের খেদমতকে নিরাপদ, আরামদায়ক ও মানসম্পন্ন করা। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৌদির বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সর্বশেষ এই পদক্ষেপের ফলে বিশ্বের মুসলমানরা এখন সহজে, স্বাচ্ছন্দ্যে এবং আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে সৌদিতে ওমরাহ পালন করতে পারবেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ