খেলা

নারী বিশ্বকাপ: লড়াই করে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ

  প্রতিনিধি 7 October 2025 , 10:32:40 প্রিন্ট সংস্করণ

ইংলান্ডের উইকেট শিকারের পর বাংলাদেশী পেসার মারুফার উল্লাস। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

স্কোর বোর্ডে পুঁজি বেশি ছিলনা, মাত্র ১৭৮ রান। তবে এই পুঁজি নিয়েই লড়াই চালিয়ে শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৬ ওভার ১ বল খেলে জয়ের জন্য ১৮৮ রান করে হেথার নাইটের নৈপূন্যে, ৪ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ডের মেয়েরা। যদিও শুরুতে ইংল্যান্ডকে চেপে ধরেছে টাইগ্রেসরা।

গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে ১৭৮ রানে থামিয়ে ইংল্যান্ডের বোলাররা সেরে ফেলেছেন জয়ের অর্ধেক কাজ। তবে বরাবরের মতো ইনিংসের প্রথম ওভারেই আঘাত হেনেছেন পেস সেনসেশন মারুফা আক্তার। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)।

ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও নেন মারুফা। আরেকটি এলবিডব্লিউ। এবার তার শিকার আরেক ওপেনার টেমি বিউমন্ট (১৩)। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন হিদার নাইট আর অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট। ১৯তম ওভারে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪১ বলে ৩২ করা নেটকে বদলি ফিল্ডার ফারজানা হকের ক্যাচ বানান লেগস্পিনার।

বিজ্ঞাপন

ওই ওভারেই নতুন ব্যাটার সোফিয়া ডাঙ্কলেকে (০) এলবিডব্লিউ করেন ফাহিমা। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ইংল্যান্ড। আর শেষ পর্যন্ত ৪৬ ওভার ১ বল খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। তবে দলীয় রানে যোগ হয় অতিরিক্ত ৯ রান।

তবে ব্যাটিং ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে ফিফটি পেয়েছেন সুবহানা মুস্তারি। আর শেষদিকে ঝোড়ো ৪৩ রান করেছেন রাবেয়া খান। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা। রাবেয়া খাতুন ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মুস্তারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও ৪ বারের দেখায় ইংলিশদের কাছে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও সানজিদা আক্তার।

অপরদিকে, বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি