প্রতিনিধি 7 October 2025 , 8:28:18 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে নামবে বাংলাদেশ।
ম্যাচ শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।
এই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। গতকাল সকালে দেশে ফিরে কিছুটা বিশ্রাম নিয়ে বিকালেই অনুশীলনে নেমে পড়েন হামজা। তবে সংবাদমাধ্যমের সামনে আসেননি হামজা।

তবে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে নিজের দ্বিতীয় দিনের অনুশীলনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই মিডফল্ডার। তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব।
টিম এখন ভালো জায়গায় আছে, আমরা সবাই একসাথে কাজ করছি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই মিলে একটা শক্ত ইউনিট হয়ে গেছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। ’
হামজা আরও বলেন, ‘এই দলে সম্ভাবনা আছে। আমি তৃতীয়বারের মতো এসেছি বাংলাদেশ দলে খেলতে, এবং প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় ফল দেওয়ার। ’
বাংলাদেশ এর আগে দুই ম্যাচে একটি হার ও একটি ড্র করেছে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পয়েন্ট টেবিলের নিচে থাকলেও ঘরের মাঠে জয় এনে প্রতিযোগিতায় ফিরতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।