প্রতিনিধি 7 October 2025 , 11:09:10 প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার দল বিএনপি সবসময় বাংলাদেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তারেক রহমানের সঙ্গে আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক সংস্কারের নানা দিক।
ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ। আমি আগে দেশের স্বার্থ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ দেখব। সেটাকে রেখে সামনে আগাব।’
ভারতের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া উচিত?

প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, আমি অবশ্যই দেশের হিস্যা, মানুষের হিস্যা ও পানির ন্যায্যা হিস্যা চাই। আমি দেখতে চাইনা আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা মেনে নেব না। ফেলানির উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছি— আমার মানুষের ওপর আঘাত আসলে সেটাকে সহজেই মেনে নিব না।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। এটার ব্যাপারে বিএনপি সরকারে আসলে কোনো পরিবর্তনের উদ্যোগ নেবে কিনা?
এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এখন ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে বিরাগভাজন হয় তাহলে তো আমাদের কিছু করার নাই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে।