প্রতিনিধি 5 October 2025 , 4:51:47 প্রিন্ট সংস্করণ

আজ বাংলাদেশের ক্রীড়া ও রাজনীতির অন্যতম প্রতীক, আমিনুল হকের জন্মদিন। ফুটবলের মাঠে দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো এই বীর জাতীয় পতাকা সমুন্নত রেখেছিলেন।
ফুটবল থেকে রাজনীতিতে পা বাড়ানো আমিনুল হক বিএনপির হয়ে গণতন্ত্র রক্ষায় লড়েছেন। রাজনৈতিক নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যেও তিনি কখনো ভেঙে পড়েননি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক।

তিনি সারাদেশে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করে খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণ থেকে মুক্ত রাখার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও ঢাকা উত্তর জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।
আজকের দিনে আমরা তার ত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমকে স্মরণ করছি। আমিনুল হকের জীবন আমাদের দেখায়, সীমাবদ্ধতা ও অন্যায়ের মধ্যেও আদর্শের মশাল হয়ে জ্বলে ওঠা সম্ভব।