• রাজনীতি

    বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার ঢল

      প্রতিনিধি 3 September 2025 , 8:26:35 প্রিন্ট সংস্করণ

    - বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার ঢল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় থেকে র‍্যালি শুরু করে এবং স্থানীয় আমতলী বন্দরে গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

    এ সময় উপস্থিত নেতা-কর্মীরা মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের ছবি সংবলিত ক্যাপ পরে র‌্যালিতে অংশগ্রহন করেন। পরবর্তীতে এলাকার সাধারণ মানুষও অনুষ্ঠানে যোগ দেন।

    সমাবেশে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, ক্রীড়া সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব ও সৌদি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন।

    বিজ্ঞাপন

    সমাবেশে মীর শাহে আলম বলেন, ‘বিএনপির ৪৭ বছরের ইতিহাস হলো গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই অধিকার পুনরুদ্ধার না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আগামীর বাংলাদেশের নেতৃত্বেও থাকবেন তিনি। বগুড়ার প্রিয় সন্তানই হবেন দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। কারণ, দেশের মানুষ বিএনপির হাতেই নিরাপদ। আর ফেব্রুয়ারীর নির্বাচন না হওয়া পর্যন্ত কোন নেতা-কর্মী ঘরে ফিরে যাবে না’।

    এ সময় শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, জামায়াতের পিআর পদ্ধতির দাবি জনগণ আস্তাকুঁড়ে ফেলেছে। শিবগঞ্জ উপজেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আজকের মিছিল ও সমাবেশে প্রমাণ হয়েছে।

    এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, রোকন-উদ-দৌলা রুবেল, কোষাধ্যক্ষ ফজলার রহমান জয়, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

    আরও উপস্থিত ছিলেন-উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল বাপ্পীসহ স্থানীয় নেতাকর্মীরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত