প্রতিনিধি 4 October 2025 , 8:18:07 প্রিন্ট সংস্করণ

পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানের খুজদারের জেহরিতে অভিযান চালিয়েছে। এতে ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এই সন্ত্রাসীদের ভারতীয় ‘প্রক্সি বাহিনীর সদস্য’ হিসেবে অভিহিত করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার (৪ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই সন্ত্রাসীরা নিহত হয় এবং আহত হয়েছে ২০ জন। এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের সেরানিতে এমন অভিযান চালায় সেনাবাহিনী।
অভিযানের পর এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানায়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেরানি বিভাগে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে আরেকটি অভিযান চালানো হয়। তখন ৭ ভারতীয় খারেজি নিহত হয়েছে।
অপরদিকে, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে। সেখানে ত্রৈ-মাসিকে যেসব সহিংসতা হয়েছে, তার ৪৬ শতাংশই হয়েছে এই প্রদেশগুলোতে।