আন্তর্জাতিক

গাজার পথে এগোচ্ছে ফ্লোটিলার সব নৌযান: শহিদুল আলমের ভিডিও বার্তা

  প্রতিনিধি 4 October 2025 , 6:20:59 প্রিন্ট সংস্করণ

গাজামুখী নৌযান থেকে ভিডিও বার্তা দেন শহিদুল আলম। ছবি: তার ফেসবুক থেকে।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কনশানস নৌযানের গতি বেশি হওয়ায় গাজা অভিমুখে থাকা বহরের অন্য ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। এখন সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশী আলোকচিত্রী এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, শনিবার (৪ অক্টোবর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে পৃথক দুটি ভিডিও বার্তায় বলেছেন যে জাহাজগুলি “গাজার খুব কাছে”। তিনি সাহায্য মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে নিয়মিত গণমাধ্যমে তথ্য দেয়ার চেষ্টা অব্যহত রেখেছেন।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) এক পোস্টে, শহীদুল জাহাজের ডেক থেকে কথা বলেছিলেন, আশেপাশের দৃশ্য শেয়ার করেছিলেন এবং সহযাত্রীদের সাথে কথোপকথন করছিলেন। তার প্রথম ভিডিওটি কেবিনের ভেতরে রেকর্ড করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন যে উত্তাল সমুদ্র তাকে কিছুটা অসুস্থ বোধ করছে। পরে, শহিদুল পোস্ট করেছেন যে অনেকেই তার স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু তিনি সবার সাথে আলাদাভাবে সাড়া দিতে পারেননি। তবে বর্তমানে তিনি কনশানস নৌযানটিতে আছেন।

কনশানস হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। এফএফসি হলো ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ যৌথ আয়োজক জোটগুলোর একটি। তাদের বহরে কোনো খাদ্যসহায়তা নেই।

বিজ্ঞাপন

শহিদুল আলম কনশানস নামের যে নৌযানটিতে অবস্থান করছেন, সেটিকে তিনি ওই বহরের সবচেয়ে বড় নৌযান বলে উল্লেখ করেছেন। বলেছেন, এটি সবার শেষে (৩০ সেপ্টেম্বর) ইতালি থেকে রওনা করেছিল। আর কনশানসের আগে ওই আটটি নৌযান রওনা করেছিল। এ ছাড়া আরও দুটি নৌকাও আগে ছিল। তবে ওই দুটি নৌকার অবস্থান এখনো নিশ্চিত নয়। কনশানস সবার শেষে রওনা করলেও এটির গতি বেশি হওয়ায় আগে রওনা করা আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে।

দৃঢ় সংকল্প ব্যক্ত করে শহিদুল আলম লিখেছেন, ‘আমরা কনশানসের মানুষেরা অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা যদি আমাদের আটকায়, তখন অন্যরা এগিয়ে আসবে। দমন-পীড়নকারী কখনোই জনগণের শক্তির বিরুদ্ধে টিকতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। মুক্ত হবে ফিলিস্তিন।’ গত দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। এ সময়ে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে আটক ও কারাগারে বন্দী আছেন।

উল্লেখ্য, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ যার লক্ষ্য গাজার অবরুদ্ধ জনগণের কাছে সমুদ্রপথে সাহায্য পৌঁছে দেয়া। ৪৪টি দেশের প্রায় ৫০০ কর্মী, ডাক্তার, সাংবাদিক এবং সংসদ সদস্য মিশনে যোগ দিয়েছেন। এদিকে, ইসরায়েল দাবি করেছে যে তারা ফ্লোটিলার একটি ছাড়া বাকি সব জাহাজ জব্দ করেছে। তবে, এই দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ