খেলা

১৪ বছর অপেক্ষার পর আবারও ভারত আসছেন মেসি

  প্রতিনিধি 3 October 2025 , 8:15:34 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিছবি: এএফএ
বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিছবি: এএফএ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও লিওনেল মেসি সেই ম্যাচে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ডিসেম্বর মাসে ভারতে যে তিনি ব্যক্তিগত সফরে যাচ্ছেন, সেটি নিজেই জানালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মেসি লিখেছেন, ‘আমি ভীষণ আনন্দিত যে এই ডিসেম্বর ভারতে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ আর দাতব্যকর্মে অংশ নেওয়া দারুণ এক অভিজ্ঞতা হবে।

ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির নামকরা স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’
ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ভারতের গুরুত্বপূর্ণ মানুষ ও সেরা তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ নামের এই সফর শুরু হবে কলকাতা থেকে। মেসির ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি নানা আয়োজনের অংশ নেবেন। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, সফরে আহমেদাবাদকেও দেখা যেতে পারে মেসিকে। সেখানে তার একটি ভাস্কর্য উন্মোচনেরও পরিকল্পনা আছে।

সবচেয়ে বড় চমক থাকছে মুম্বাইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে খেলতে দেখা যেতে পারে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে।

এর আগে মেসি শেষবার ভারত গিয়েছিলেন ২০১১ সালে। আর্জেন্টিনা তখন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে হারিয়েছিল ১–০ গোলে। সেই ম্যাচেই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি