প্রতিনিধি 3 October 2025 , 4:17:36 প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
শুক্রবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবটি আসলে হামাসকে দেওয়া কোনো শান্তি প্রস্তাব নয়; বরং বলা হয়েছে— চার দিনের মধ্যে মেনে নিতে হবে, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে।

মাহাথিরের মতে, এই প্রস্তাব ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে তৈরি করেছেন, যা ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করাতে ইসরাইলের দখল পরিকল্পনার অংশ।
তিনি বলেন, ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি আত্মসমর্পণ করতে বলা হয়, তবে তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ সবই বৃথা হয়ে যাবে।
ট্রাম্পকে শান্তির দূত নয়, বরং চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যস্ত নেতা হিসেবে উল্লেখ করে মাহাথির লিখেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও তিনি ব্যর্থ হয়েছেন। তার আশঙ্কা, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরাইলকে আরও সহায়তা দেবে।