খেলা

নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

  প্রতিনিধি 2 October 2025 , 9:35:20 প্রিন্ট সংস্করণ

- নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। মারুফা-স্বর্ণাদের বোলিং তোপে ৩৮ দশমিক ৩ ওভারে মাত্র ১২৯ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল।

বিজ্ঞাপন

মারুফা আক্তারের জোড়া ধাক্কা দিয়ে শুরু, এরপর স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তারের ঘূর্ণি জাদুতে অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেস বোলারদের দাপটে কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ৩৮.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে। প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। তার সুইং ও গতিতে কেঁপে ওঠে পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করার পর পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই ডানহাতি পেসার। দুই ব্যাটারই রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে এরপর টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে বড় হতে থাকা এই জুটি ভেঙেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফেরার পর রামিন শামিমও (৩৯ বলে ২৩ রান) নাহিদাকে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানোর পর মিডল অর্ডার ব্যাটার সিধরা নাওয়াজকে (২০ বলে ১৫ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া খান, এতে পাকিস্তানের বিপদ আরও বাড়ে। লোয়ার মিডল অর্ডারে ফাতিমা সানা (৩৩ বলে ২২) এবং শেষদিকে ডায়ানা (২২ বলে অপরাজিত ১৬) চেষ্টা করলেও রানের গতি বাড়াতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান এসেছে রামিন শামিমের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে সেরা নৈপুণ্য দেখিয়েছেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার, ৫ রানে তিনি শিকার করেছেন ৩টি মূল্যবান উইকেট। এ ছাড়া ইনিংসের শুরুতে জোড়া আঘাত হানা মারুফা এবং মাঝের ওভারে ব্রেকথ্রু এনে দেয়া নাহিদা আক্তার পেয়েছেন দুইটি করে উইকেট। বাকি উইকেটগুলো ভাগ করে নিয়েছেন ৩ বোলার রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা নিশি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ