খেলা

পাকিস্তানকে ১২৯ রানে গুঁড়িয়ে দিলো বাংলাদেশের নারীরা

  প্রতিনিধি 2 October 2025 , 7:14:42 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়িয়েছে ৩০ সেপ্টেম্বর। তবে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মারুফা আক্তারের জোড়া ধাক্কা দিয়ে শুরু, এরপর স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তারের বোলিং তোপে টসে জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ৩৮.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে।

বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় মনে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। তবে শুরুতেই বাংলাদেশের বোলাররা চেপে ধরেছিলো পাকিস্তানি ব্যাটারদের। বাংলাদেশি পেসার মারুফা আক্তার প্রথম ওভারেই পর পর দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নেন।

মারুফার করা ওভারের পঞ্চম বলে ইনসুইং মিস করে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল (০)। পরের বলে ফের তার সুইংয়ে কাবু হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন (০)। বিশ্বকাপে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার।

শুরুর ধাক্কা পরবর্তীতে আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ব্যাটাররা।

রামিনা শামিম ও মুনিবা আলি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই জুটিও বেশিক্ষন টেকেনি। ১২তম ওভারে এসে মুনিবাকে পয়েন্টে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নাহিদা আক্তার। ৩৫ বলে ১৭ করেন মুনিবা।

বিজ্ঞাপন

৩৯ বলে ২৩ রান নিয়ে সাজঘরের পথ ধরেন রামিন। সেট হয়ে আউট হয়েছেন সিদরা নওয়াজও (২০ বলে ১৫)।  লেগস্পিনার রাবেয়া খানের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা পাকিস্তানকে ১০০ পার করেন মূলত আলিয়া রিয়াজ আর ফাতিমা সানা। ৫৪ বলে তাদের ২৪ রানের জুটিটি অবশেষে ভাঙেন নিশিতা আক্তার নিশি। তার বিদায়ের পর ফের চাপে পড়ে পাকিস্তান। এক ওভার পরেই ৩৩ বলে ২২ রান করা ফাতিমা সানাকে এলবিডব্লিউ করেন ফাহিমা খাতুন।

এরপর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ৩৮.৩ ওভারে তাদের ১২৯ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের স্বর্ণা আক্তার মাত্র ৫ রানে ৩টি, মারুফা ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল।

বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ