চাকরি

শিশু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন

  প্রতিনিধি 2 October 2025 , 5:33:17 প্রিন্ট সংস্করণ

- বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ৬ পদে মোট ৬৫ জনকে নিয়োগ করবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫: চাকরির ধরণ-সরকারি, প্রকাশের তারিখ-২৯ সেপ্টেম্বর, পদ-৬টি, লোকবল-৬৫ জন, আবেদনের শেষ তারিখ-১৩ অক্টোবর, অফিশিয়াল ওয়েবসাইট-https://bshi.portal.gov.bd পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন), পদসংখ্যা: ৩৫টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি), পদসংখ্যা: ২১ টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বিজ্ঞাপন

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), পদসংখ্যা: ৩টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)। নির্বাচিতরা সরকারি বেতন কাঠামো অনুসারে সুবিধা ভোগ করবেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ