প্রতিনিধি 2 October 2025 , 5:33:17 প্রিন্ট সংস্করণ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ৬ পদে মোট ৬৫ জনকে নিয়োগ করবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫: চাকরির ধরণ-সরকারি, প্রকাশের তারিখ-২৯ সেপ্টেম্বর, পদ-৬টি, লোকবল-৬৫ জন, আবেদনের শেষ তারিখ-১৩ অক্টোবর, অফিশিয়াল ওয়েবসাইট-https://bshi.portal.gov.bd পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন), পদসংখ্যা: ৩৫টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি), পদসংখ্যা: ২১ টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), পদসংখ্যা: ৩টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।
পদের নাম: আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি), পদসংখ্যা: ২টি, বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯ম), শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর ১ বছরের অভিজ্ঞতা (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)। নির্বাচিতরা সরকারি বেতন কাঠামো অনুসারে সুবিধা ভোগ করবেন।