বাণিজ্য

বেনাপোল স্থলবন্দর: দুর্গাপূজার ছুটিতে সীমিত পরিসরে চলে আমদানি-রফতানি

  প্রতিনিধি 1 October 2025 , 5:49:04 প্রিন্ট সংস্করণ

- কাস্টমস ও বেনাপোল স্থলবন্দর। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার ছুটির মাঝেই সীমিত পরিসরে কাস্টমস ও বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দেয়া নির্দেশনায় বুধবার ও বৃহস্পতিবার (১-২ অক্টোবর) সরকারি ছুটি থাকলেও কাস্টমস কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার তওফিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

তবে বুধবার সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে কর্মকর্তাদের উপস্থিতিতে অফিস সচল থাকলেও ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে কার্যক্রম পুরোপুরি গতি পায়নি। ফলে রাজস্ব আদায়ের কার্যক্রমও কার্যত ব্যাহত হয়। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ফারুক ইকবল ডবলু বলেন, ‘হঠাৎ করে জানানো হলো কাস্টমস ও বন্দর খোলা থাকবে। যদি ২-১ দিন আগে জানানো হতো তাহলে লোকজন রেখে কাজ করতে পারতাম। পূজার ছুটির কারণে আমাদের অনেক স্টাফ বাসায় চলে গেছে, এখন হঠাৎ করে কাজ করা সম্ভব নয়’।

আমদানিকারক হাফিজুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, ‘কাস্টমস খোলা রাখা হয়েছে, কিন্তু ব্যবসায়ী ও স্টাফদের উপস্থিতি ছাড়া এখানে কোনো কার্যক্রম এগোবে না। আগে থেকে প্রস্তুতি থাকলে আজকেই আমরা কন্টেইনার ছাড় করতে পারতাম’।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ