• বিনোদন

    মিথিলা-সৃজিত আর আগের সম্পর্কে নেই

      প্রতিনিধি 30 September 2025 , 8:11:44 প্রিন্ট সংস্করণ

    মিথিলা-সৃজিত আর আগের সম্পর্কে নেই, আছে সুস্মিতা
    মিথিলা-সৃজিত আর আগের সম্পর্কে নেই, আছে সুস্মিতা
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বেশ ঘটা করেই ঘর বেধেছিলেন মিথিলা আর ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। বিয়ের পর থেকে কলকাতায় থাকাও শুরু করেন মিথিলা। কন্যাকেও রেখেছিলেন সঙ্গে। কিন্তু বছর দেড়েক হলো গুঞ্জন, মিথিলা-সৃজিত আর আগের সম্পর্কে নেই। অবশ্য সৃজিতের নানা কর্মকাণ্ডেও সেসব গুঞ্জনের আগুনে ঘি ঢালে।

    সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও বেশ কানাঘুষা চলছে টলিপাড়ায়। দুর্গাপূজার সপ্তমীর দিনে কলকাতার একটি মণ্ডপে সৃজিত ও সুস্মিতাকে দেখা যায়। মূলত দু’জনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই দু’জনের সম্পর্কের যে গুঞ্জন, সেই পালে আরও হাওয়া লাগে। অনেকেই ফেসবুকে তাদের শুভকামনাও জানান।

    বিজ্ঞাপন

    এদিকে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন পডকাস্টে এসেছিলেন মিথিলা। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, এখনও সৃজিত তার স্বামী আছেন কিনা? প্রশ্নের জবাবে কিছুক্ষণ সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে? তার উত্তরেও মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

    ইদানিং মিথিলা ঢাকায় থাকছেন। মেয়েকেও ভর্তি করেছেন এখানকার স্কুলে। অনেকদিন ধরেই সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার ছবি দেখা যায় না। উত্তরে মিথিলা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর তিনি আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’ সৃজিত ইস্যুতে কোনো কথারই বিস্তারিত জবাব দেননি তিনি।

    সৃজিতের বাহুডোরে আঁটসাঁট সুস্মিতার ছবি আর টেলিভিশন শো’তে মিথিলার স্বল্পভাষী জবাবে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। প্রশ্ন তুলছেন, কাগজে-কলমে না হলেও মিথিলা-সৃজিতের কি মানসিক বিচ্ছেদ হয়ে গেছে?

    সূত্র:বাংলা এ্যাডিশন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান