অপরাধ

হাজারীবাগে বিপুল অস্ত্র ও ওয়াকিটকিসহ গ্রেপ্তার ২

  প্রতিনিধি 30 September 2025 , 7:27:06 প্রিন্ট সংস্করণ

রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত
রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ দুই দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম শান্ত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

র‌্যাবের ডিজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকার একটি বাড়িতে কয়েকজন দুষ্কৃতিকারী সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শহিদুর রহমান বলেন, তাদের তথ্য মতে ওই বাড়ির ৫ম তলার উত্তর পাশের ফ্ল্যাটের এক কক্ষের তোষকের নিচ থেকে ১টি শর্টগান, ২টি এয়ারগান, ২টি বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২০টি খালি খোসা, ১৮০টি ইয়ারবল, ২৫০টি ইয়ার প্লেট, ১টি ক্লিনিং কিটসহ ব্যাগ, ২টি ওয়াকিটকি সেট, ১টি চাপাতি, ১টি সামুরাই ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছিল।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের। তারা অস্ত্র থেকে পুলিশের নাম্বার মুছে ফেলেছে। অস্ত্র ফরেনসিক করে বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া, গ্রেপ্তার রবিউল ইসলামের বিরুদ্ধে খুলনা সদর ও রাজধানীর কাফরুল থানায় দুটি মাদক মামলা রয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ