লাইফস্টাইল

দুর্গাপূজায় নিজের সামর্থ্য অনুযায়ী সুন্দর সাজ

  প্রতিনিধি 30 September 2025 , 5:25:05 প্রিন্ট সংস্করণ

- সামর্থ্য অনুযায়ী পূজার সাজ। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমীর দিনকে ঘিরেই আয়োজন থাকে সবচেয়ে বেশি। এ সময় দেবীর ভক্তকুল নিজ সামর্থ্য অনুযায়ী সাজ ও পোশাক বেছে নেন। পূজার সাজ নিয়ে ভাবনা থাকে তাদের অনেকেরই এবং থাকে ভিন্নতাও। তবে মানানসই সাজ বেছে নেয়া জরুরি। সেটি নির্ভর করছে আপনার রুচি ও পছন্দের ওপর।

দিন ও রাতের সাজ: দিনের বেলা যেভাবে সাজবেন, চাইলে রাতের বেলা তার থেকে আরেকটু ভারী সাজ বেছে নিতে পারেন। পোশাকের ক্ষেত্রেও একই কথা। কারণ রাতের সাজটা জমকালো হলেও দেখতে মন্দ লাগে না। যারা সাজতে খুব ভালোবাসেন, তারা উৎসবের রাতে মন ভরে সাজতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনাকে দেখতে যেন উদ্ভট না লাগে।

বিজ্ঞাপন

যারা চুল বাঁধতে চান: উৎসবের দিন কি চুল বাঁধতেই হবে? বাঁধলেই মনে হয় ভালো। কারণ এটিই বেশি আরামদায়ক হবে। তবে আপনি যদি চুল খোলা রেখেই স্বস্তি পান, কোনো সমস্যা নেই। নিজেকে দেখতে যেভাবে বেশি ‍সুন্দর লাগে, সেভাবেই সাজিয়ে তুলুন। যারা চুল বাঁধতে চান তারা খোঁপা কিংবা বেণি করে তাতে ফুল গুঁজে নিতে পারেন।

কেমন হবে পূজার পোশাক: পূজার পোশাক মানে কেবল লাল আর সাদা নয়। যদিও পূজায় এই রঙের পোশাক প্রাধান্য পেয়ে থাকে, তবে মোটামুটি সব রঙের পোশাকই পরতে পারেন। কোন রঙের পোশাক পরবেন? সেটি নির্ভর করছে আপনার রুচি ও পছন্দের ওপর। আপনি কোন রঙের পোশাক পরতে বেশি পছন্দ করেন বা কোন রঙের পোশাকে আপনাকে বেশি মানায় সে অনুযায়ী পোশাক বেছে নিন।

যেভাবে চোখ সাজাবেন: ‍উৎসবের সাজে চোখ একটু জমকালো সাজে সাজাতেই পারেন। চোখ দুটি সুন্দর করে সাজালে আপনাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে অনেকগুলো গাঢ় রঙ দিয়ে চোখ সাজাতে যাবেন না। এতে দেখতে উদ্ভট লাগবে। আবার খুব জমকালো সাজ পছন্দ না হলে শুধু কাজলেই কাজ সারতে পারেন। তবে আইলাইনার, মাশকারা ও আইশ্যাডোর ব্যবহারে চোখ হবে আরও মায়াময়।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ