অপরাধ

বিমানবন্দর দিয়ে পালানোর সময় গ্রেফতার আ.লীগ নেতা মুরাদ

  প্রতিনিধি 29 September 2025 , 7:42:10 প্রিন্ট সংস্করণ

রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুরাদ হোসেন ভূঁইয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক।

বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এদিকে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। তিনি আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটমাথা গ্রামের বাসিন্দা। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হন মুরাদ। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি