• বিনোদন

    সমাবেশে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

      প্রতিনিধি 28 September 2025 , 5:31:46 প্রিন্ট সংস্করণ

    - অভিনেতা থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়কে কাছ থেকে এক নজর দেখার জন্য একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান শত শত ভক্ত-অনুরাগী। সম্প্রতি তিনি গঠন করেছেন নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’। শনিবার (২৭ সেপ্টেম্বর) এই দলের জনসভায় দুর্ঘটনায় প্রাণ গেল ১০ শিশু এবং ১৬ জন নারীসহ ৩৯ জনের। স্থানীয় হাসপাতালের আইসিইউতে ভর্তি ৫১ জন। এতে প্রায় ৫ শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

    বিজ্ঞাপন

    অনাকাঙ্খিত ঘটনায় মর্মাহত অভিনেতা বিজয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পাশাপাশি বিজয় এক্স-এ লেখেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের মুখ আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। আমার প্রিয়জনদের কথা ভেবে আমার হৃদয়ে কষ্ট হচ্ছে। এই প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় আমার হৃদয় শোকাহত। তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে সবার দুঃখ ভাগ করে নিতে চাইছি’।

    এরই মধ্যে তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রুপি এবং আহতদের পরিবার পিছু ১ লাখ রুপি দেবে বলে জানিয়েছে। যাকে ঘিরে এমন ঘটনা ঘটে গেল-সেই বিজয় জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন তিনি। আহতদের দেবেন ২ লাখ রুপি।

    উল্লেখ্য, বড়পর্দার নায়ক থালাপতি বিজয় সক্রিয়ভাবে রাজনীতির মাঠে নেমেছেন। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেক অনুরাগী। ভিড়ের মাঝে নিজেদের সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান মাটিতে। তাদের উপর দিয়েই চলে যান অন্যরা। তুমুল ধাক্কাধাক্কিতে হতাহতের ঘটনা ঘটে। শুরু হয় বিশৃঙ্খলা। ব্যাপক ভিড় সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছে পুলিশ। অপরদিকে, এসবের মাঝে এই অভিনেতার বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:54 PM যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ 7:17 PM সিইসি-বিএনপি বৈঠক: ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে আলোচনা 6:56 PM মন গলেনি ক্রিকেটারদের! অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল 6:55 PM মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 6:29 PM জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা 6:17 PM ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 6:10 PM বিসিবির অর্থ কমিটি থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি 5:47 PM গণ-অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন 4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা