খেলা

রোমাঞ্চে ঠাসা ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারালো ভারত

  প্রতিনিধি 27 September 2025 , 12:58:14 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। রোমাঞ্চে ঠাসা সেই ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। আর সেখানেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো ভারত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ‍নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসও থামে ২০২ রানে।

সুপার ওভারে ব্যাট করতে নেমে আর্শদীপ সিংহের প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ফেরেন কুশাল পেরেরা। পরের বলে কামিন্দু মেন্ডিস ও শানাকা দৌড়ে নেন নেন এক রান। তৃতীয় বলটি ডট দেন শানাকা, আর চতুর্থ বলে একটি ওয়াইড দেন আর্শদীপ। পঞ্চম বলে শানাকা ক্যাচ আউট হলে ২ রানেই থামে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম বলেই দৌড়ে ৩ রান নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত।

ফাইনালে ওঠার আনন্দ নিশ্চিত করা ভারত আজ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামে। দুবাইয়ের এই ম্যাচে ভারতীয় ইনিংসের গতি ঠিক করে দেন ইনফর্ম ওপেনার অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারেই শুভমান গিল আউট হলেও রানের গতি একটুও কমায়নি ভারত।

বিজ্ঞাপন

অভিষেকের তাণ্ডবে পাওয়ার প্লেতেই টিম ইন্ডিয়া তোলে ৭১ রান। এরমধ্যেই মাত্র ২২ বলে টানা তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। অভিষেক শর্মা শেষ পর্যন্ত ৩১ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

অভিষেকের পর কিছুটা মন্থরতা আসে ভারতীয় ইনিংসে। আগের চার ম্যাচে নিষ্প্রভ সূর্যকুমার যাদব আজও ব্যর্থ হন, ১৩ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন।

এরপর তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসনের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। স্যামসন ২৩ বলে ৩৯ রানের মূল্যবান ইনিংস খেলে শানাকার বলে আসালাঙ্কাকে ক্যাচ দেন। সূর্যকুমারের মতো হার্দিক পান্ডিয়াও এদিন ব্যর্থ, ৩ বলে ২ রান করে চামিরার শিকার হন।

তবে ইনিংসের শেষটা দুর্দান্তভাবে টেনে আনেন তিলক ভার্মা ও সাত নম্বরে নামা অক্ষর প্যাটেল। তিলক ভার্মা অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৯ রানে (হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে), আর অক্ষর প্যাটেল ১৫ বলে করেন ২১ রান।

শ্রীলঙ্কার পক্ষে মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা ও চারিথ আসালাঙ্কা—সবাই একটি করে উইকেট শিকার করেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ