বিনোদন

দেশে মুক্তি পাচ্ছে, মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

  প্রতিনিধি 25 September 2025 , 6:41:01 প্রিন্ট সংস্করণ

- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) মুক্তি পাবে ‘সাবা’ সিনেমাটি। এর আগে ২০২৪ সালে বড়পর্দায়-ঢালিউডে তার অভিষেক হয়েছে ‘প্রিয় মালতী’ দিয়ে।

এ বিষয়ে নির্মাতা বলেন, ‘পরিচালক হিসেবে ‘সাবা’ নিয়ে আমার লক্ষ্য ছিল এমন এক মা-মেয়ের গল্প বলা, যা দর্শকের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং গভীর এক আবেগের অভিজ্ঞতা দেবে। ‘সাবা’ মূলত ছেড়ে দেয়ার সাহস নিয়ে একটি গল্প। আমি সবাইকে বলব-আপনার মায়ের হাত ধরে প্রেক্ষাগৃহে এসে ‘সাবা’ দেখুন এবং ভালোবাসার সেই অনন্য শক্তিকে একসঙ্গে অনুভব করুন’।

বিজ্ঞাপন

অপরদিকে ফেসবুকে ‘সাবা’ মুক্তির খবর জানিয়ে মেহজাবীন লিখেছেন, এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন, এ গল্প তার জন্যও। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। সিনেমার গল্পে দেখা যাবে, শহরের মধ্যবিত্ত এক পরিবারের সন্তান সাবা, যার বাবা নেই। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা। পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ার গুছিয়ে উঠতে পারেনি সাবা। অর্থের টানাটানিতে দিনরাত মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার’। এ নিয়ে গল্পের বিস্তৃতি।

উল্লেখ্য, মাকসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাবা’ টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়। প্রশংসা কুড়িয়ে পরে বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি, রেইনড্যান্সসহ বহু মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমায় মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ