প্রতিনিধি 24 September 2025 , 6:51:08 প্রিন্ট সংস্করণ

আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগ (আ. লীগ) কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যারা এসব স্থানে নেতাকর্মীদের আড়াল করছে তেমন ব্যক্তিদের সংক্রান্ত তথ্য দিলে তাদের নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে। গোয়েন্দা নজরদারি ও রেইড অব্যাহত রয়েছে এবং অনেক ফ্ল্যাটে লুকিয়ে রয়েছেন নেতাকর্মীরা। জনগণ পুলিশের কাছে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের গ্রেফতার করবে।
এস এন মো. নজরুল ইসলাম আরও জানান, “আমরা যারা এমনভাবে লুকিয়ে মিছিল বা ঝটিকা-কর্মসূচি আয়োজন করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। যারা তথ্য দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাঁদেরসহ সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।” তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার সত্যতা পেয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপি জানায়, যারা কোনো প্রকার তথ্য দিতে চান তারা ডিএমপি হটলাইনে বা নিকটস্থ থানা/ইউনিটে যোগাযোগ করতে পারবেন; তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।