প্রতিনিধি 23 September 2025 , 9:16:08 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমত সুশীল ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনদের সাথে এ সংলাপ শুরু হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে, নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব। ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব। পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে। সেগুলোকে বিবেচনায় নিয়ে এটা করব আমরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ হবে। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব।’
ইসি সচিব বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডার্স যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেত্রী, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।’

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের যে প্রস্তুতি এটা পর্যায়ক্রমিক চলবে এবং একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আমরা যোগাযোগে করব। কাজেই রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রম-যেটা চলমান আছে, তার সঙ্গে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা এক ধাপ এগিয়ে গেছি। তবে রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনা পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব’।
অপরদিকে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও ইসির কাছে থাকা প্রতীকের সংরক্ষিত তালিকাটি আইন মন্ত্রণালয় ভেটিং শেষে আবার ইসির কাছে ফেরত এসেছে। এখন তা গেজেট আকারে প্রকাশ করবে ইসি। সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেয়া হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরুর পরিকল্পনা আছে। এ্র ছাড়াও আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সংলাপ শেষ করার কথা রয়েছে।