• লাইফস্টাইল

    নারকেল কোরানোর ৩ সহজ কৌশল

      প্রতিনিধি 18 January 2026 , 3:23:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এই শীতে পিঠা বানানোর কথা ভাবছেন? তাহলে মাথায় রাখুন নারকেল ছাড়া পিঠাপুলির পূর্ণ স্বাদ পাওয়া যায় না। কিন্তু নারকেল কোরাতে অনেকের বেশ কাঠখড় পোড়াতে হয়। আবার কারো কারো বাসায় কোরানোর দা বা মেশিনও থাকে না। তাহলে কী করবেন? বলছি। সহজ কিছু কৌশল জানলে অল্প সময়ে নারকেল কোরানো যাবে।


    সেদ্ধ করে নিন
    নারকেল ফুটন্ত পানিতে মিনিট দশেক ভিজিয়ে রাখুন। গরম পানিতে মিনিটে পাঁচেকের জন্য সেদ্ধও করতে পারেন। এতে নারকেলের খোলা নরম হয়ে আসবে। ভারী কিছু দিয়ে অল্প টোকা মারলেই ভেঙে যাবে। পাশাপাশি নারকেলের শাঁসও নরম হয়ে যাবে। চামচ দিয়ে টানলেই শাঁস উঠে আসবে। এর পর ওই শাঁস ব্লেন্ড করে নিতে পারেন।

    বিজ্ঞাপন


    ফ্রিজে রেখে দিন
    নারকেল দুই টুকরো করে ফ্রিজে দুই দিন রেখে দিন। দুই দিন পর দেখবেন নারকেলের মালা থেকে শাঁস বেরিয়ে আসছে। নারকেলের শাঁস ছুরির সাহায্যে বের করে নিন। কিংবা ভারী কিছু দিয়ে টোকা মারুন। খোলা ভেঙে শাঁস বেরিয়ে আসবে। তারপরে ফুড প্রসেসরে দিয়ে নারকেল প্রস্তুত করে নিন। পরিশ্রম ছাড়াই নারকেল কোরাতে পারবেন।


    মাইক্রোওভেনের সাহায্য নিন
    নারকেলের মালাগুলো ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। যদি দেখেন খোসা থেকে শাঁস বেরিয়ে আসছে, তাহলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। যদি তা না হয়, তাহলে আরও ২-৩ বার ৩০ সেকেন্ড করে মাইক্রোওভেনে ঘুরিয়ে নিন। তবে, বেশি গরম করবেন না। শাঁস খোলা থেকে বেরিয়ে আসতে শুরু করলে মাইক্রোওভেন বন্ধ করে দিন। ছুরি বা চামচের সাহায্যে শাঁস বের করে ব্লেন্ডারের সাহায্যে পিঠার জন্য নারকেল প্রস্তুত করে নিন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:23 PM নারকেল কোরানোর ৩ সহজ কৌশল 3:18 PM ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি 3:07 PM আজকের মুদ্রার রেট 2:10 PM “জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে” 1:56 PM লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা 1:44 PM নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের 11:45 AM বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড 11:29 AM নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান 10:52 AM আপিল শুনানির শেষ দিন আজ, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 10:44 AM অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৫