
প্রতিনিধি 17 January 2026 , 3:22:37 প্রিন্ট সংস্করণ

বিভিন্ন উছিলায় যারা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ব্যাঘাত ঘটাতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই পথ বাধাগ্রস্ত করা হবে শহীদদের প্রতি জুলুমের শামিল।
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ এবং ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে নিখোঁজ মাজহারুল ইসলাম রাসেলের মাসহ অসংখ্য স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে, যা দেখে তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, কিন্তু রাষ্ট্র এই ত্যাগ কখনো ভুলবে না। আগামীর গণতান্ত্রিক সরকারের এসব পরিবারের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে এবং তাদের নিয়ে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।

তারেক রহমান আরো উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকা দেখা গেলেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দিতে চায়।
তিনি দৃঢ়ভাবে জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও বিএনপি সবসময় নির্যাতিতদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।