
প্রতিনিধি 17 January 2026 , 12:55:36 প্রিন্ট সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বিশিষ্টজনেরা তাকে এক অপরাজেয় ও মমতাময়ী নেত্রী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার(১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই সভায় বক্তারা এই মন্তব্য করেন। এসময় সকল রাজনীতিবিদদের বেগম জিয়ার মানসিকতা ধারণ করার আহ্বানও জানান।
বক্তারা মরহুম নেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও চারিত্রিক দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ সময় কারাবাস ও রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেও তিনি কখনো প্রতিহিংসার পথ বেছে নেননি বরং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তার শেষ ভাষণে তিনি উদারতা ও জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছিলেন তা আগামীর বাংলাদেশ গড়ার মূল পাথেয় হয়ে থাকবে।
শোকসভায় দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম খালেদা জিয়ার রাজনৈতিক মহানুভবতার কথা স্মরণ করে বলেন, বছরের পর বছর কারাবাস ও বিনা চিকিৎসায় ধুঁকতে হলেও তার মনে কোনো বিদ্বেষ ছিল না। ৭ আগস্টের বাণীতে তিনি ধ্বংসের বিপরীতে শান্তির বার্তা দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল।

গবেষক মহিউদ্দিন আহমেদ তার জীবনকে ত্যাগ ও উত্থানের এক মহাকাব্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আশির দশকে দলকে যেভাবে তিনি সুসংগঠিত করেছিলেন তা তাকে চিরকাল ‘আপসহীন’ নেত্রী হিসেবে অমর করে রাখবে। অন্যের অধিকার রক্ষায় তার নিঃস্বার্থ আত্মত্যাগ বর্তমান প্রজন্মের কর্মীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ১২ ফেব্রুয়ারির আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে যদি দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করতে পারে।
এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তারেক রহমানের ওপর ন্যস্ত দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়া দম্পতি বাংলাদেশের ইতিহাসে এমন এক বিরল জনপ্রিয় যুগল যারা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের হৃদয়ে শীর্ষ স্থান দখল করে রেখেছিলেন।
নিউ এজ সম্পাদক নূরুল কবীর খালেদা জিয়ার অসামান্য পরিমিতিবোধ ও রুচিশীলতার প্রশংসা করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ভয়াবহ নির্যাতনের মুখেও তিনি কখনো প্রকাশ্যে নিন্দাসূচক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেননি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার সততা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। অতীতে একটি উদ্ভট বিচারের মাধ্যমে তাকে যে ব্যথিত করা হয়েছিল তা উল্লেখ করে তিনি বর্তমান মুক্ত পরিবেশে খালেদা জিয়ার প্রতি মানুষের এই অবারিত ভালোবাসাকে জুলাই গণ-অভ্যুত্থানের ফসল হিসেবে অভিহিত করেন।