
প্রতিনিধি 16 January 2026 , 7:07:09 প্রিন্ট সংস্করণ

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ। তিনি জানান, ১২ জানুয়ারি (২০২৬) লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

অপরদিকে, জয়শ্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন লন্ডনে বসবাস করেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পাঠদান করেছেন। প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এই দেশে দেখা যায়নি।
তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে-সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে। তার অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে ২০২৫ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।