• জাতীয়

    মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব; গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

      প্রতিনিধি 13 January 2026 , 3:03:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গোলাগুলি এবং এতে ৯ বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেয়া হয়েছে যে, বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ আরও অনুরোধ করেছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটে, তা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব ফেলার অনুমতি দেয়া যাবে না।

    মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন যে, তার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

    গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:03 PM মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব; গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ 2:56 PM ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে 2:45 PM “নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ” 2:34 PM এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র 1:35 PM মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে, কমতে পারে ফোনের দাম 1:18 PM চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু 1:04 PM মোবাইলে কোনো শিশুর অশ্লীল ছবি তুললেই তথ্য যাবে সিআইডির কাছে 12:27 PM আলিয়া ‘সুযোগসন্ধানী’, সমর্থন দিলেন অনন্যা 12:17 PM রিয়ালের নতুন কোচ আরবেলোয়া 12:06 PM গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান