• বিনোদন

    ভাঙছে তাহসান-রোজার সংসার, থাকছেন আলাদা!

      প্রতিনিধি 11 January 2026 , 5:22:01 প্রিন্ট সংস্করণ

    ভাঙছে তাহসান-রোজার সংসার, থাকছেন আলাদা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন বলে জানা গেছে।

    আর এ বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স কার্যকর হতে পারে। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’ কী এমন জটিলতা তৈরি হলো তাহসান ও রোজার মধ্যে? কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার? সেই কারণ খুঁজছেন সবাই।

    সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহাসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের এই টানাপোড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:22 PM ভাঙছে তাহসান-রোজার সংসার, থাকছেন আলাদা! 5:05 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না খেলার সিদ্ধান্তে অটল-বিসিবি 4:51 PM সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে, আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা 4:37 PM নেত্রকোনায় ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ৮ 4:25 PM প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি 3:10 PM হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না 3:08 PM বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না 2:11 PM জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল 11:43 AM বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত 11:39 AM সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন